Download Home / About / Services / Sitemap / Contact

একটি সন্ধ্যা -------------------- (জমির উদ্দিন আব্দুল্লাহ )

Leave a Comment

একটি সন্ধ্যা 
জমির উদ্দিন আব্দুল্লাহ 

সে দিনের সে সন্ধ্যা 
আমার আশার সূর্যকে ডুবিয়ে দেওয়া সন্ধ্যা । 
ওই একটি সন্ধ্যাকে ভুলতে গিয়ে 
একশ চল্লিশটি সন্ধ্যাকে ফেলেছি হারিয়ে । 
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি ঐ অন্ধকার সন্ধ্যা । 
...
সে সন্ধ্যায় তোমার চলে যাওয়া ,
আর ফিরে না চাওয়া ,
আমাকে করেছে বৈরী ,আমাকে করেছে আন্ধা ।
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি সে দিনের সে সন্ধ্যা ।

মাথায় নিয়ে শত অপবাদ ,খুজে ফিরি আমার অপরাধ । 
সে সন্ধ্যায় । 
টরনেড়োর মতো সুখ গুলো উড়িয়ে নিলো ,
বানের মতো স্মৃতিগুলো ধুয়ে _মুছে দিলো । 
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি একটি বিষণ্ণ সন্ধ্যা ।

সে সন্ধ্যায় ,তুমি আনন্দিত, আমি হতবাক ।
তুমি কুসুম নন্দিত ,আমি জলে ভেজা কাক ।
দোয়া করি ,
বেহেশতেও যেন আমার কভু সন্ধ্যা না আসে । 
আবার যেন আমার নয়ন দুটি জলে না ভাসে ।
কারন ,
ঐ একটি সন্ধ্যা ,
ভুলা হয়নি ,ভুলতে পারিনি 
সে ভয়ার্ত সন্ধ্যা ।
Read More

পাপ কোরবানি ----------------- আহমেদ পলাশ

Leave a Comment
পাপ কোরবানি
আহমেদ পলাশ
 
চৌধুরীর টাকা আছে
আছে গাড়ি বাড়ি
বয়স ষাটের বেশি
মুখে নেই দাড়ি।

হজ্ব যাকাত করে নাকো
দেখে টিভি সিরিয়াল...
বড় বড় খোঁপ রেখে
সাজে কবি কবিয়াল।

নামাজ পড়ে নাকো
থাকে না রোজা
কোরবান এলে তবে-
বড় গরু সোজা !

তাও আবার মাংসটা
ফ্রিজ ভর্তি করে
রেঁধে খাবে মাসে মাস
বছর ধরে।

তাই দেখে বলে সবে
মুছো হিংসা গ্লানি
সবার আগে দাও তুমি
পাপ কোরবানি।

চট্টগ্রাম কলেজ
Read More

সবাই আমার ভাই ----------------- (সাইদুল ইসলাম)

Leave a Comment

সবাই আমার ভাই
    (সাইদুল ইসলাম)


আমি জগত জুড়ে আনবো আবার
শিকল ছেড়ার দিন।
আমি স্বধীন মনে ছুটবো হেথায়
যেথায় মৃত্যু বাজায় বিন।
আমি জমিন থেকে মহাকাশে
শুনি বিজয় নেশার তান।
আমি মৃত্যুর মুখে নয়কো ভীতু
যদি শুনি মহা সাগরের বান।
আমি কাল থেকে মহাকালে
বিচরন করি হয়ে বীর।
আমি শাসনের শোষন চূর্ন করি
ভাঙ্গি অযোদ্বার রাঙ্গা তীর।
আমি হৃদয় মাঝে পিতৃ স্নহো
বুকে প্রেমের গরদ।
আমি অসহয়ের শেষ সম্ভল
শান্ত বুকের দরদ।
আমি প্রিয়ার কালো কেশে
শিউলি মালার চাদর।
আমি কৃষ্ঞের কোমল ছোঁয়ায়
বিরহী রাঁধার আদর।
আমি জাগতিক সব জালিমের বুকে
এঁকে দেই পদ চিহ্ন।
আমি বজ্ব নিনাদের হুংকারে
সপ্ত ভুমন্ডল করি ছিন্ন।
আমি মৃত্যকে ভাবি পায়ের ভিত্য
বাষ্প বেগে ছুটি।
আমি গহিন রাতে চাঁদিমা গগনে
রবীর আলো টুটি।
আমি মেরুতে মেরুকে দ্বন্ধ করিয়া
আনি চূর্ন তুষার খন্ড।
আমি শুভ্র মুখশে উন্মচন করি
সাধু রূপী সব ভন্ড।
আমি লাশের স্হুপে রক্তে র নেশা
জ্বলাই অগ্নি গহন।
আমি নিঃশ্বষে সব ছাই করে দেই
দাবানলের দহন।
আমি স্বন্ধ্যা বেলায় নীড়ে ফেরা
প্রিয়জনার টানে।
আমি উত্তাল বারিধী শীতল করি
হেমিলনের গানে।
আমি স্রষ্ঠার সৃষ্টি জন্ম মৃত্য
পদতলে দেই হানা।
আমি ঈস্রাফিলের মহাদিবসের
ভয়ংকর সেই ডানা।
আমি আমারে খুজিনা খুজিয়াছি শুধু
মানবের বুকে ঠাঁই।
আমি সর্বহারার পরম আপন
সবাই আমার ভাই।
Read More

একটি সন্ধ্যা ----------- জমির উদ্দিন আব্দুল্লাহ

Leave a Comment

জমির উদ্দিন আব্দুল্লাহ
 


সে দিনের সে সন্ধ্যা 
আমার আশার সূর্যকে ডুবিয়ে দেওয়া সন্ধ্যা । 
ওই একটি সন্ধ্যাকে ভুলতে গিয়ে 
একশ চল্লিশটি সন্ধ্যাকে ফেলেছি হারিয়ে । 
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি ঐ অন্ধকার সন্ধ্যা । 

সে সন্ধ্যায় তোমার চলে যাওয়া ,
আর ফিরে না চাওয়া ,
আমাকে করেছে বৈরী ,আমাকে করেছে আন্ধা ।
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি সে দিনের সে সন্ধ্যা ।

মাথায় নিয়ে শত অপবাদ ,খুজে ফিরি আমার অপরাধ । 
সে সন্ধ্যায় । 
টরনেড়োর মতো সুখ গুলো উড়িয়ে নিলো ,
বানের মতো স্মৃতিগুলো ধুয়ে _মুছে দিলো । 
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি একটি বিষণ্ণ সন্ধ্যা ।

সে সন্ধ্যায় ,তুমি আনন্দিত, আমি হতবাক ।
তুমি কুসুম নন্দিত ,আমি জলে ভেজা কাক ।
দোয়া করি ,
বেহেশতেও যেন আমার কভু সন্ধ্যা না আসে । 
আবার যেন আমার নয়ন দুটি জলে না ভাসে ।
কারন ,
ঐ একটি সন্ধ্যা ,
ভুলা হয়নি ,ভুলতে পারিনি 
সে ভয়ার্ত সন্ধ্যা ।
Read More

প্রস্থান --হেলাল হাফিজ

Leave a Comment

প্রস্থান

--হেলাল হাফিজ


এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ
দিও

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর
তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ
দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার
মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,
পএ দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের
কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয়
ভাসতে বলে প্রেমের বানে
পএ দিও, পএ দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও,
আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল
করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,
কি আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
Read More