
একটি সন্ধ্যা
জমির উদ্দিন আব্দুল্লাহ
সে দিনের সে সন্ধ্যা
আমার আশার সূর্যকে ডুবিয়ে দেওয়া সন্ধ্যা ।
ওই একটি সন্ধ্যাকে ভুলতে গিয়ে
একশ চল্লিশটি সন্ধ্যাকে ফেলেছি হারিয়ে ।
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি ঐ অন্ধকার সন্ধ্যা ।
...
সে সন্ধ্যায় তোমার চলে যাওয়া ,
আর ফিরে না চাওয়া ,
আমাকে করেছে বৈরী ,আমাকে করেছে আন্ধা ।
তবুও ভুলা হয়নি ,
ভুলতে পারিনি সে দিনের সে সন্ধ্যা ।
মাথায়...